ঢাকাFriday , 27 October 2023
  1. অপরাধ
  2. অভিনন্দন
  3. অর্থনীতি
  4. আইন ও বিচার
  5. আক্রান্ত
  6. আটক
  7. আত্মহত্যা
  8. আনন্দ মিছিল
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. আর্থিক সহোযোগিতা
  12. আলোচনা সভা
  13. আহত
  14. ইফতার মাহফিল
  15. কৃষি বার্তা
আজকের সর্বশেষ সবখবর

অফিসে কাজ অফিসেই বাস

admin
October 27, 2023 4:07 pm
Link Copied!

অফিসে কাজ অফিসেই বাস

স্টাফ রিপোর্টার তামিম হোসেন

গাইবান্ধা
সরকারি বাসভবনে না উঠে গাইবান্ধা পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক আবদুস সবুর নিজের কার্যালযরে কক্ষ দখল করে বাস করছেন। ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন সরকারি আসবাবপত্র, শীতাতপ যন্ত্র ও কার্যালয়ের বিদ্যুৎ। ওই কক্ষেই গভীর রাত পর্যন্ত দেন-দরবারের কাজ চলে বলে অভিযোগ উঠেছে।

গাইবান্ধা জেলা পল্লী উন্নয়ন বোর্ডের কার্যালয় সূত্রে জানা গেছে, আবদুস সবুর ২০১৮ সালের ১৮ মার্চ উপপরিচালক হিসেবে গাইবান্ধায় যোগদান করেন। তিনি প্রায় পাঁচবছর সাতমাস ছয়দিন ধরে গাইবান্ধা কর্মরত আছেন। তখন থেকে কার্যালযরে একটি কক্ষ দখল করে আবাসিব ভাবে বাস করছেন। এবং সরকারি আসবাবপত্র, শীতাতপ যন্ত্র ও কার্যালয়ের বিদ্যুৎ ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন।

সরেজমিনে দেখা গেছে, গাইবান্ধা শহরের ডিসি অফিস সংলগ্ন পলাশবাড়ী সডক ঘেঁষে অব্যহত পল্লী উন্নয়ন বোর্ডের এই কার্যালয়। মাসিক ১০ হাজার টাকায় বাসাটি ভাড়া নেওয়া হয়েছে। বাসার দ্বিতীয় তলায় ছোট-বড় মিলে মোট চারটি কক্ষ। এর মধ্যে তিনটিতে প্রশাসনিক কার্যক্রম চলে। একটিতে নিজে রাত্রিযাপন করেন উপ-পরিচালক। উপজেলাগুলো থেকে দিনে অফিসে গেলে ওই কর্মকর্তা রাতে দেখা করতে বলেন ও রাতে টাকা ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না।

নাম প্রকাশে অনি”ছুক ওই কার্যালয়ের এক কর্মকর্তার অভিযোগ, তিনি সরকারি আসবাবপত্র, শীতাতপ যন্ত্র ও কার্যালযরে বিদ্যুৎ ব্যবহার করছেন ব্যক্তিগত কাজে। বিদ্যুৎবিল ও অফিস ভাড়া দিতে হ”েছ সরকারি টাকায়। নাম প্রকাশ না করার শর্তে কার্যালযরে আরেক কর্মকর্তা বলেন, ‘তিনি আমাদের অফিসের বড় কর্তা। সরকারি জিনিসপত্র, শীতাতপ যন্ত্র ও বিদ্যুৎ ব্যবহার করলেও আমরা কিছু বলতে পারি না।’
অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা মিশুক মিয়া বলেন, উপপরিচালক আবদুস সবুর শুক্র ও শনিবার বাদে অন্যান্য দিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কার্যালয়ের সামনে পাঁচ-ছয়টি মোটরসাইকেল থাকে। দ্বিতীয় তলার ওই কক্ষে আড্ডা চলে। এখানে নানা বিষয় নিয়ে দেনদরবার হয়।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আবদুস সবুর বলেন, ‘অফিসের কক্ষ দখল, আসবাবপত্র ও বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ সঠিক নয়। কাজের সুবিধার জন্য অফিস কক্ষেই রাত্রি যাপন করছি। এজন্য মাসিক এক হাজার টাকা ভাড়া দিয়েছে।
জেলা সরকারি বাসা বরাদ্দ কমিটির সদস্য সচিব ও গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, সরকারি কোয়ার্টারে বাস করার জন্য জেলা সমন্বয় কমিটির সভায় কর্মকর্তাদের তাগাদা দেওয়া হয়ে থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।