অবৈধ ভাবে দখল নিচ্ছে পাহাড় হাতীর তান্ডব লোকালয়ে
কামরুল ইসলাম
চট্টগ্রাম লোহগাড়া উপজেলার কলাউজান, পুটিবিল্লার পাহাড়ের মাটি এবং গাছ কেটে নিয়ে যাচ্ছে পাহাড় খেকোরা শুধু তাই নয় পাহাড় কেটে বাড়ি নির্মাণ । আর এই পাহাড় খেকোদের কে আশ্রয় পশ্র দিচ্ছে ডলু বিট এতে করে বাসস্থান হারাচ্ছে বন্যপ্রাণী। অন্য দিকে হাতী আক্রমণ করছে লোকালয়ে এই বিষয়ে বিস্তারিত জানতে গিয়ে জানাযায় পুটিবিলা ইউনিয়নের গোরস্থান লাকড়ি পাড়া ব্রিক ফিল্ড এলাকা সহ চুনতির বেশ কিছু রির্জাব বাগানের গাছ কেটে নিয়ে যাচ্ছে গাছ খেকোর দল শুধু তাই নয় ডলু বিট এলাকায় বিভিন্ন পাহাড় কেটে দালান নির্মাণ করতে দেখা যাচ্ছে । এই বিষয়ে পাহাড় খেকোরা বলেন গাছ কাটছি কেটে নিয়ে যাব এই বিষয়ে আপনাদের কাছে জবাব দিহিতা করতে আমরা বাদ্য নয়, এই বিষয়ে কথা বলতে হলে ডলু বিটের সাথে কথা বলুন এই বিষয়ে ডলু বিটের সাথে কথা বললে বিট কর্মকর্তা বলেন আমি দেখছি অথচ কোন প্রকার ভুমিকা পালন করতে দেখা যাচ্ছে না। অথচ প্রতিদিন হাতির হামলার শিকার হচ্ছে অসহায় পরিবার গুলো।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র মতে জানাযায় বন্যহাতির আক্রমণের শিকার হয় পুটিবিলা, চুনতি, কলাউজান ইউনিয়নের গরীব অসহায় পরিবার গুলো
রাতে দলছুট একদল হাতি পাহাড় থেকে নেমে আসে। আর ঘরের দরজা-জানালা ভেঙে প্রবেশ করে ধান-চাল খেয়ে চলে যায়। এর আগেও বহু জমির ফসল ও ধান খেয়েছে হাতির দল। হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে কলাউজান , পুটিবিলা, চুনতি ইউনিয়নের অনেক পরিবার, পান চাষী ও কৃষক।