অর্থনীতি গতিশীল করতে হবে
অনলাইন ডেস্ক
সর্বনাশা রাজনীতির ভয়ংকর অস্ত্রের আঘাতে দেশ ক্ষতবিক্ষত, ক্ষতিগ্রস্ত। অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। অর্থনৈতিক যে সম্ভাবনাগুলো তৈরি হয়েছিল, সেগুলোর ওপর আঘাত এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক অনেক বেশি ।
গোয়েন্দা তথ্য বলছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার পরিকল্পনা ছিল কয়েকটি রাজনৈতিক দলের। তারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে সরকার উত্খাতের ষড়যন্ত্র করেছিল। ব্যাপক সহিংসতার মধ্যে তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে হামলার পরিকল্পনাও ছিল। মূল লক্ষ্যবস্তু ছিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা। গোয়েন্দা সূত্র বলছে, কোটা সংস্কার আন্দোলনের শুরুতেই সারা দেশ থেকে একটি বিশেষ রাজনৈতিক দল ও তাদের ছাত্রসংগঠনের অন্তত ৯ হাজার কর্মী ঢাকায় ঢোকেন।