অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ
মোঃ হানিফ মাদবর (স্টাফ রিপোর্টার)
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর রেঞ্জ অফিস নিয়ন্ত্রনাধীন শিমলাপাড়া বিটের অন্তর্গত নাক্কুর চালা রক্ষিত বনের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ ।
যানা যায় বিগত ১১ এপ্রিল ২০২৩ ইং রোজ মঙ্গলবার আঃ বারেক বাড়ি থেকে নিখোঁজ হন । পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজা খোজি করে ১৫ এপ্রিল ২০২৩ শ্রীপুর থানায় সাধারণ নিখোঁজের বিষয় উল্লেখ করে সাধারণ ডায়রি করেন । এমতাবস্থায়
এলাকাবাসীর ফোন পেয়ে অজ্ঞাত অর্ধ গলিত লাশ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ । লাশ উদ্ধারের ঘটনা প্রকাশিত হলে বারেকের পরিবারের লোকজন দ্বাবী করেন লাশটি বারেকের । কিন্তু এ বিষয়ে উপস্থিত জৈনিক স্থানীয় মন্তব্য সংরক্ষিত বন রক্ষনাবেক্ষন ও পাহারার জন্য সরকারি লোক নিযুক্ত থাকলেও লাশটি আনুমানিক ৬ দিন বনে পরে থাকলেও জানেনা বন বিভাগের লোক ।যা অত্যান্ত দু:খজনক ।
এই বিষয়ে শিমলাপাড়া বিট অফিসার শামসুজ্জামান বলেন আমাদের বন প্রহরি থাকলেও এই বিষয়টি অজানা । তিনি আরও বলেন এখন আপনাদের যা করার করেন ।
এ বিষয়ে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন আমাদের লোকজন কম তাই নিয়মিত সব বনে পাহারা দিতে পারে না বন পহরিরা ।
মাওনা ফারির ইনচার্জ এসআই মোঃ মিন্টু মিয়া বলেন খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনা স্থলে যাই । বনের ভেতর অর্ধ গলিত লাশ পরে আছে তা নিশ্চিত করি ।
বনের ভেতর অর্ধ গলিত লাশ এমন খবর পেয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম ঘটনা স্থলে উপস্থিত হন । তিনি বলেন আমরা লাশ উদ্ধার করেছি এই মুহূর্তে একজন যুবক এসে বলে এই লাশ আমার বাবার তার নাম বারেক। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে কি না তা জানতে চাইলে তিনি বলেন মৃত ব্যক্তির ডিএনএ পরীক্ষা করার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।