আক্রাপাড়া একটি র্বাষরিক দোয়া ও ওয়াজ মাহফিলের আয়োজন করে আক্রাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ
মোঃ আলী হাসান (শ্রীপুর প্রতিনিধি)
গাজীপুরের,
শ্রীপুরে ১ং মাওনা ইউনিয়নের আক্রাপাড়া বাজারের কেন্দ্রীয় জামে মসজিদে বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত ওয়াজ মাহফিলটি পরিচালনা করেছেন আক্রাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি ও এলাকা বাসিরা।
এই ওয়াজ মাহফিলে প্রদান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনগাণের বার বার নির্বাচিত সুনাম ধন্য চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম খোকন।
আক্রাপাড়ার কেন্দ্রীয় জামে মসজিদের ওয়াজ মাহফিলের সভাপতিত করবেন জনাব আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ মাস্টার।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ্ব মোঃ সিরাজুল হক মাদবর চেয়ারম্যান ২ং গাজীপুর ইউনিয়ন পরিষদ।
উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব মোঃ নাজমুল হুদা মোবাল্লিগে দ্বীন শ্রীপুর উপজেলা ও বিশিষ্ট ব্যবসায়ী,হা-মীম গ্রুপ।
প্রদান বক্তৃতা হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওঃ মুফতি শাহিন মাহমুদ (দা: বা:) পটুয়াখালী।
দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওঃ মুফতি ইসহাক আল ফরিদী সভাপতি, মাওনা গাজীপুর ইউনিয়ন বে-ফাক বোর্ড।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওঃ মুফতি ফাইজুদ্দিন মুহতামিম,মৃধাবাড়ী জান্নাতুল উলূম কওমী মাদ্রাসার,আলহাজ্ব মাওঃ আব্দুল জলিল খতিব,নিজমাওনা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হাফেজ মাওঃ মুফতি মামুনুর রশিদ সভাপতি, ইত্তেহাদুল,ইমাম-উলামা পরিষদ।
আরও ওয়াজ ফরমাইবেন স্থানীয় ওলামাগণ।
মাহফিল পরিচালনায় হাফেজ মাওঃ মুফতি মোঃ আনুয়ার হোসেন খতিব,অত্র মসজিদ।