আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে পতেঙ্গায় যুবক খুন
কামরুল ইসলাম
ঘাট নিয়ন্ত্রণসহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের পতেঙ্গায় এক যুবক খুন হয়েছেন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে পতেঙ্গার বাটারফ্লাই পার্কের কাছে তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত মো. রফিক (৩৫) পতেঙ্গা দক্ষিণ পাড়ার বাসিন্দা যিনি তালিকাভুক্ত মাদক কারবারি নুরুল আবসারের ছোট ভাই।
এ হত্যাকাণ্ডের সঙ্গে স্থানীয় ইলিয়াস গ্রুপের সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
নগর পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) আরিফ হোসেন জানান, পতেঙ্গা ১৫ নম্বর ঘাটসহ আশেপাশের এলাকা নিয়ন্ত্রণ, ব্যবসাসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় ইলিয়াসের সঙ্গে নিহত রফিক ও তার বড় ভাই আবসারের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল।
ইলিয়াস ও আবসার আত্মীয় জানিয়ে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক বিরোধ চলে আসছিল যেগুলো নিয়ে পরস্পরবিরোধী অনেক মামলাও আছে।”
এ বিরোধের জেরে ইলিয়াসের অনুসারীরা রাতে বাটারফ্লাই পার্কের কাছে রফিককে কুপিয়ে জখম করেছে বলে তথ্য পাওয়ার কথা জানান তিনি।
পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হামলাকারীদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
থানা পুলিশ জানায়, নিহত রফিকের ভাই আবসারের বিরুদ্ধে বেশ কিছু মাদক মামলা আছে। তিনি তালিকাভুক্ত মাদক কারবারি। রফিক ১৫ নম্বর ঘাট নিয়ন্ত্রণ করে থাকে।
অপরদিকে, ইলিয়াস ওই এলাকায় নদীপথের বিভিন্ন লাইটারেজে মালামাল বহন, জাহাজে মালামাল সরবরাহসহ বিভিন্ন কাজে ‘কমিশন বাণিজ্য’ করে বলে স্থানীয়দের অভিযোগের বরাতে জানায় পুলিশ।