আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত
নাটোর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলায় দুই দিন ব্যাপী আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ১০টায় উপজেলার চাঁচকৈড় খলিফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।
এরপরে উপজেলার ৬টি ইউনিয়নসহ পৌরসভায় ওই প্রতিযোগীতা চলে। প্রতিযোগীতায় প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা দু’টি বিভাগে বিভক্ত হয়ে ২২টি বিষয়ে অংশ গ্রহন করে। প্রতিযোগীতা শেষে সকল বিষয়ের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মধ্যে বৃহস্পতিবার পুরস্কার বিতরন করেন উপজেলা শিক্ষা অফিসার খ.ম জাহাঙ্গীর হোসেন। এতে সভাপতিত্ব করেন সহকারী শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন।
এসময় পৌরসদরের ১০টি বিদ্যালয়ের বাছাইকৃত প্রতিযোগীরা, শিক্ষক, অভিভাবকসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।