আন্ত:জেলা গাড়ি চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
মো:রতন সরকার
শ্রীপুর উপজেলা প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৬ সদস্যকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার (৫ ডিসেম্বর) রাতে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মঙ্গলবার গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, মো. নাহিদ (২৪), মামুন মিয়া (৪০), আরিফুল ইসলাম (২১), মো. সাগর (১৯), মো. আসাদুল (২০) ও ইয়ামিন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি পিকআপ চুরি হয়। গাড়ির মালিক সোহেল পিকআপ চুরির ঘটনায় কাপাসিয়া থানায় মামলা করেন। খবর পেয়ে পুলিশ উপজেলার আমরাইদ এলাকার একটি পেট্রোল পাম্প থেকে চুরি যাওয়া পিকআপটি উদ্ধার ও জড়িত ৩ জনকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী তাদের আরও ৩ সঙ্গীকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তারা আন্তঃজেলা গাড়ি চোরাই চক্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।
ওসি বলেন, আন্তঃজেলা সংঘবদ্ধ গাড়ি চোর দলের ৬ সদস্যদের গ্রেফতারসহ বাদির চুরি যাওয়া পিকআপটি উদ্ধার করা হয়েছে।