আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়েছে। আজ বুধবার (২০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
এই অধ্যাদেশটি কার্যকর হলে, মানবতাবিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচার সুপারিশ করার ক্ষমতা ট্রাইব্যুনালের হাতে থাকবে। সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই দায়িত্ব গ্রহণের পর আজই প্রথম সচিবালয়ে অফিস করেন তিনি।