আমি বঙ্গবন্ধুর রাজনীতি করিঃকাদের সিদ্দিকী
মোঃআঃহামিদ (মুকুল), টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গণ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তিতায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এসব কথা বলেন।শনিবার (১১ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে স্কুল মাঠে কৃষক শ্রমিক জনতা লীগের বিভিন্ন অংশের নেতারা মিছিল সহ বিভিন্ন মাধযমে যোগ দিলে সমাবেশ স্হল মাঠ পূর্ণ হয়ে জনতার ঢল সড়ক পর্যন্ত ছড়িয়ে যায়।মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জীবন্ত কিংবদন্তি তার কৃতজ্ঞতার প্রারম্ভে রাজনৈতিক শিক্ষাগুরু বড় ভাই সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী (আ’লীগ) আব্দুল লতিফ সিদ্দিকীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন বঙ্গবন্ধুর প্রতি মমত্ববোধ, তারুণ্য শক্তিতে উদ্ভোদয হয়ে দেশ মাতৃকার টানে পাকিস্তানি হানাদারের রক্তক্ষয়ী সংগ্রামের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। আমার চিন্তা চেতনায় বঙ্গবন্ধুর আদর্শ লালণ করি।আমি কোন এমপি, মন্ত্রী- হওয়ার জন্য রাজনীতি করিনা।আমি কর্ম দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকতে চাই।বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন,দলের সুদিন আসলে অনেকেই ফায়দা নেওয়ার যায়গা খুঁজবে,কিন্তু আমি বলে রাখি ত্যাগীদের মূল্যায়ণ সবসময়। তিনি ত্যাগী নেতাদের উদ্দেশ্যে বলেন,গলাটিপে সন্তান হওয়ার রাজনীতি করিনা। উপস্হিত জনতার মাঝে প্রশ্ন ছেরে বলেন আপনারাকি দেশটা পাকিস্তান বানাতে চান? বিরুধী দলের এক নেতার কথায় আক্ষেপ করে বলেন, দেশ হঠাৎ করে হয়নি।আপনি জানেন কত মানুষের প্রাণ গেছে।সরকার দলের সমালোচনা করে বলেন, দ্রব্য মূল্যের উর্ধগতি লাগাম টেনে ঊরুন,দেশের মানুষকে স্বস্তি দিন।এখন দেশে মা-বোনদের সম্মান দেওয়া হয়না। সখীপুরে যারা এমপি হয়েছে তারা কেউ আটিয়া বন অধ্যাদেশ নিয়ে কথা বলেনি।আপনারা আমার সাথে থাকলে আটিয়া বন অধযাদেশ বাতিল করা সম্ভব হবে। আমি হারাম খাইনা,আমি কাউকে ভয় পাইনা,এক আল্লাহ ছারা।
এসময় দেলোয়ার মাস্টারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, শফিকুল ইসলাম, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, আব্দুল হালিম সরকার লাল(বীর মুক্তিযুদ্ধা, এটি এম সালেক হিটলু, আলহাজ্ব আব্দুস সবুর প্রমূখ।