ঢাকাMonday , 30 October 2023
  1. অপরাধ
  2. অভিনন্দন
  3. অর্থনীতি
  4. আইন ও বিচার
  5. আক্রান্ত
  6. আটক
  7. আত্মহত্যা
  8. আনন্দ মিছিল
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. আর্থিক সহোযোগিতা
  12. আলোচনা সভা
  13. আহত
  14. ইফতার মাহফিল
  15. কৃষি বার্তা
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

Link Copied!

আশাশুনি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

ভ্রাম্যমাণ প্রতিনিধ মোহাম্মদ রফিক সাতক্ষীরা।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৬ষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন। সোমবার আশাশুনি মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও জাতীয় ভাবে উদ্বোধন শেষে ১৩ কোটি টাকা ব্যয় বরাদ্দে নির্মিত আশাশুনি মসজিদের ফলক উন্মোচন করা হয়। বহু নারী পুরুষের উপস্থিতিতে জাতীয় উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। সহকারী প্রোগ্রামার আকতার ফারুক বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। অনুষ্ঠানে আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার অধিকারী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। এছাড়া সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন জামে মসজিদের ইমাম, সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।