আহত সাংবাদিক খলিলুর রহমান চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে নিজ বাড়িতে বিশ্রামে
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: মোঃ সামিউল হক সায়িম
জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য, দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক সাতমাথা পত্রিকার সাংবাদিক, ক্ষেতলাল উপজেলার হোপপীরহাটা দারুল উলুম দাখিল মাদরাসার সুপার খলিলুর রহমান আকন্দ গত বৃহস্পতিবার বগুড়া শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন। এখন তিনি ডাক্তারের পরামর্শে পূর্ণ বিশ্রামে নিজ বাড়ি শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বম্বুপাড়া গ্রামে রয়েছেন। পরেরদিন শুক্রবার বিকাল ৫ টায়, জয়পুরহাট জেলার কালাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সহসভাপতি মোঃ মুনছুর রহমান ও সাধারণ সম্পাদক, অধ্যক্ষ ও সাংবাদিক মোঃ আব্দুল করিম এবং শিরট্টি কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান আলী, সাংবাদিক খলিলুর রহমান সাহেবের বাড়িতে দেখতে যান। এ সময় তাদের মধ্যে মতবিনিময় হয়। চিকিৎসা ব্যাপারে বিভিন্ন আলোচনা হয়, তাকে সান্ত্বনা দেওয়া হয় এবং তাঁর সুস্থতার জন্য দোয়া করা হয়। পরিশেষে সাংবাদিক খলিলুর রহমান সকলের কাছে অতিদ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।