** ইচ্ছে করে**
মোঃ সালেক উদ্দিন।
সময়কাল: ০৫-১২-২০২৩ইং
১২:৫৮pm
স্থান: চট্টগ্রাম।

আমি ইচ্ছে করেই থাকি আড়ালে !
ঘুরে বেড়াই দূরে উড়ে উড়ে !
পরম অবসরেও চরম কর্মব্যস্ততায় দেই ডুব-
বাতাসে তোমার উপস্থিতির সুগন্ধ পেলে !

আমি তোমার কাছে থাকলে –
ইচ্ছে করেই দূরত্বের ভাবনায় যাই হারিয়ে !
মগ্ন থাকি অন্যসব তুচ্ছাতিতুচ্ছ অপ্রাসঙ্গিক-
নগন্য নানাবিধ অপ্রয়োজনীয় ভাবনা নিয়ে !

আমি সময় পেলেই যাই, যেখানে-
তুমি অবসরে থাকো বসে !
তুমি নেই তবু তুমি থাকো সবখানে-
কিছু উচ্ছিষ্ট কষ্টের অনুভুতি হয়ে !

আমি সময় পেলেই যাই, যেখানে-
জীবনগুলোর বসবাস কচুরিপানার মতো;
রমনীরা কষ্টের অনুভুতিহীন হয়ে ঘুমায় –
মেনোগ্রোভের মতো ঠোঠ উঁচিয়ে !

তোমায় সামনে দেখলে, আমি-
পাশ ফিরে চলে যাই খুব দ্রুত পায়ে ! আমি-
হাঁটি উল্টোপথে ! কারণ, তোমাকে দেখলেই-
আমার ভীষণ ভালোবাসতে ইচ্ছে করে !

তোমাকে দেখলেই মনে হয়-
ছুঁয়ে দেখি একটু ফেনায়িত ঝর্ণার জল !
মনে হয়-বোধকরি মরে গেলেই বেশী লাভ; তুমিহীন-
বেঁচে থাকা একটি ক্ষতিগ্রস্ত জীবনের চেয়ে !

তোমায় ভাবলেই একটি স্পর্শের প্রথম অনুভূতি-
ঠোঁটের কাছে ফিসফিস শব্দ উৎপন্ন করে বলে,
কেন জন্মেছো পৃথিবীতে;নির্দয় আগুন হয়ে আমায়-
রোজ সন্ধ্যা-সকাল এভাবে অবিরাম পোড়াতে ?

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *