ঢাকাTuesday , 12 November 2024
  1. অনুষ্ঠান
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন ও বিচার
  6. আন্তর্জাতিক
  7. আহত
  8. ইসলাম
  9. উদ্বোধন
  10. কমিটি গঠন
  11. কৃষি বার্তা
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জরিমানা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলার গণ-সমাবেশ অনুষ্ঠিত 

Link Copied!

আওয়ামী জালিম সরকার কর্তৃক আলেম ওলামা ও ছাত্র-জনতার উপর নিষ্ঠুরতম গণহত্যার বিচার, নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক  নির্বাচনের জন্য প্রতিনিধিত্ব [PR] পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু ও পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশীও আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রতিবাদে  আজ (১১নভেম্বর) সোমবার দুপুর ২ঘটিকা হতে খাগড়াছড়ি শাপলা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার বিশাল গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি, হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে, সেক্রেটারি, মাওলানা কাউছার আজিজী ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত গণ-সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুফতি দেলোয়ার হোসাইন সাকী, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক  আলহাজ্ব জান্নাতুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক(চট্টগ্রাম বিভাগ
মুহাম্মদ তাজুল ইসলাম শাহিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ ইউছুফ মালিক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপকমিটির সদস্য মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ সহ জেলা উপজেলার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশ স্বাধীনের তেপ্পান্ন বছরে এদেশে বারবার ক্ষমতার পালাবদল হয়েছে ঠিকই কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। ছাত্র -জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার আওয়ামীলীগের পতনের পর মানুষ এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল কিন্তু কতিপয় রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভোর হয়ে প্রতিনিয়ত চাঁদাবাজি, লুটতরাজ ও মিথ্যা মামলায় সাধারণ মানুষকে হয়রানির মধ্য দিয়ে সেই স্বপ্নকে নস্যাৎ করে দিয়েছে। এমন অবস্থা এ জাতী মুক্তি চায়। চাঁদাবাজী ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্দ্ধগতি নিয়ন্ত্রণে অন্তর্ভতিকালীন সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান প্রধান অতিথি।

Design & Developed by: BD IT HOST