ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে
মামুনুর রহমান, স্টাফ রিপোর্টার ঈশ্বরদী, পাবনা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যেে আওয়ামীলীগ কার্যালয়ে সকাল ০৭ টায় বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করেন পাবনা-৪(ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল।
এ ছাড়াও শ্রদ্ধা জানান ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।