উচ্চ আদালতের রায় তোয়াক্কা করে না বাপুস পঞ্চগড়
বিমল চন্দ্র স্টাফ রিপোর্টার
দেশের সুনামধন্য পুস্তক প্রকাশক পপি লাইব্রেরি দীর্ঘ কয়েক যুগ ধরে সুনামের সাথে পুস্তক প্রকাশ ও বিপণন করে আসছে।
কিন্তু গত ২০২০ সালের করোনা ভাইরাসের দোহাই দিয়ে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিপণনের কিছু স্বার্থলোভী ব্যবসায়ির সুবিধার্থে বাংলাদেশ পুস্তক প্রকাশক সমিতির স্ট্যান্ডিং কমিটির স্বাক্ষর যুক্ত চিঠি সারাদেশের জেলা ও উপজেলা পর্যায় সকল লাইব্রেরীকে পপি লাইব্রেরির বইয়ের ক্রয় বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যাহা ব্যবসা বন্ধ করার একটি অসংগতি নীতি প্রনয়ণ।
পপি লাইব্রেরির উপর বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রিয় সমিতির নিষেধাজ্ঞাকে অবৈধ, বেআইনি এবং অকার্যকর ঘোষণা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন রীট পিটিশন নং ৯১১/২০২৩ শুনানি গ্রহণ করে পপি লাইব্রেরির প্রকাশিত বই ক্রয় বিক্রয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিসহ সকলকে নির্দেশনা প্রদান করেন। একই দিনে বানিজ্য সংগঠন আইন ২০২২ এর ২০ ধারার বিধান মোতাবেক এফবিসিসিআই এর সালিশী ট্রাইবুনাল গত ২৫/০১/২৩ তারিখে উভয় পক্ষের শুনানি গ্রহণ করে পপি লাইব্রেরির আ`বিট্রেশন কেইস মন্জুর ক্রমে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কমিটির নীতিমালা ষ্ট্যন্ডিং আহবায়ক কমিটির স্বাক্ষরিত ১৭/১১/২০২২ ইং রাজধানী সহ সকল জেলা ও উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে প্রেরিত পপি লাইব্রেরির সহিত পাইকারি বই ক্রয় বিক্রয় সহ যাবতীয় লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত অবৈধ, বে-আইনি, বাতিল ও অকার্যকর ঘোষণা করেন। এইদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট এবং এফবিসিসিআই এর সালিশী ট্রাইবুনালের রায়কে অমান্য করে পঞ্চগড়ের বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি জুয়েল মাহমুদ ও সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হক স্থানীয় বই বিক্রেতা দোকানদারদের পপি লাইব্রেরির সকল বই ক্রয় বিক্রয় না করার জন্য ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
নাম না প্রকাশের পঞ্চগড় সদর উপজেলা, বোদা উপজেলা সহ বিভিন্ন এলাকার বই বিক্রেতারা অভিযোগ করে বলেন, যে কোম্পানির বই চলুক সেই কোম্পানির বই আমরা দোকানে তুলে বিক্রি করব কিন্তু আমাদের পঞ্চগড়ের পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদেরকে বারবার নিষেধ করে পপি লাইব্রেরির বই বিক্রি না করার জন্য।
তারা আরও বলেন আমাদের এখানে খরিদারগুলো পপি লাইব্রেরির বই ক্রয় করতে আসে আমরা কিন্তু দিতে পারি না এতে করে আমাদের ব্যবসার লোকশান হচ্ছে।
এ বিষয় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হক এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত আমরা মেনে চলি কেন্দ্র চিঠি দিলে আমরা নিষেধ করব না।হাইকোর্টের আদেশ না মেনে আপনারা সংগঠনের নীতিমালা মানবেন কেন এর উত্তর না দিয়ে এড়িয়ে যান।
পপি লাইব্রেরির পঞ্চগড় জোনের এরিয়া সেলস ম্যানেজার সুজয় কুমার বলেন, মহামান্য হাইকোর্ট এবং এফবিসিসিআই যেখানে পপি লাইব্রেরির পক্ষে রায় দিয়েছেন সেখানে কিসের স্বার্থে বাপুর পঞ্চগড় জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক আইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্থানীয় লাইব্রেরিগুলোকে পপি লাইব্রেরির বই বিক্রি করতে নিষেধ করে তা আমার বোধগম্য হচ্ছে না।