একটা শিশুকে স্মাট হিসাবে গড়ে তুলতে পারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা : ধর্মপ্রতিমন্ত্রী
হাসর আলী জামাল পুর৷
জামালপুরের ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
৪ (নভেম্বর)দুপুরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষা পরিবার আয়োজিত। অনুষ্ঠানে মোঃ আশরাফুর রহমান খানের সভাপতিত্বে ও মোঃ হাবিবুল্লাহ আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন….শিক্ষা জাতির মেরুদন্ড, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটা শিশুকে স্মাট হিসাবে গড়ে তুলতে পারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষরা। তাই তিনি শিক্ষকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান। গত ১৫ বছরে শিক্ষা অবকাঠামোসহ সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরেন বলেন, এ সরকার উন্নয়নের সরকার, এই সরকার জনবান্ধব সরকার। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে আবারও বিজয়ী করতে হবে।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম, আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান স্বাধীন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান শাহজাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, দেলিরপাড় সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সভুকুড়া সঃ প্রঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, বেলগাছা ঘোনাপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ফিরোজ, কাঠমা সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খাতুন, বামনা সঃ প্রাঃ বিদ্যালয় প্রধান শিক্ষক আহসান হাবিব, কুমিরদহ সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম, মালমারা নয়াপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন, সরকারি প্রাথমিক সরকারি শিক্ষক সমাজের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক হাজ্বী সোলায়মান কবীরসহ আরো অনেকে।