ঢাকাSunday , 3 November 2024
  1. অনুষ্ঠান
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন ও বিচার
  6. আন্তর্জাতিক
  7. আহত
  8. ইসলাম
  9. উদ্বোধন
  10. কমিটি গঠন
  11. কৃষি বার্তা
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জরিমানা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

এবার শাহরুখ খান তাঁর জন্মদিনের কেক কেটেছেন স্ত্রী গৌরী, মেয়ে সুহানাসহ পরিবারের সঙ্গে

বিনোদন ডেস্ক
November 3, 2024 7:42 pm
Link Copied!

এবার শাহরুখ খান তাঁর জন্মদিনের কেক কেটেছেন স্ত্রী গৌরী, মেয়ে সুহানাসহ পরিবারের সঙ্গে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর

          গৌরি ও শাহরুখ

 শাহরুখ খানের জীবনটা যেন এক রূপকথা। গতকাল ২ নভেম্বর ছিল সিনেজগতের মহারাজার জন্মদিন। এবারের জন্মদিনটা একটু সাদামাটাভাবেই কাটিয়েছেন তিনি। মান্নাতের ছাদে উঠে ভক্তদের উদ্দেশে হাতও নাড়াননি। নিরাপত্তার কারণেই এমনটা ঘটেছে বলে বিভিন্ন মহলে জোর প্রচার চলছে। এবার শাহরুখ খান তাঁর জন্মদিনের কেক কেটেছেন স্ত্রী গৌরী, মেয়ে সুহানাসহ পরিবারের সঙ্গে। শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে তাঁর জীবনের নানা ঘটনাবহুল বিষয় প্রকাশ্যে আনছে বিভিন্ন গণমাধ্যম। এর মধ্যে একটি বড় ঘটনা হলো কিং খানের বিয়ের ঘটনা। সেটি নিয়ে বহুবার কথা বলেছেন শাহরুখ।

কিং খানের বিয়েটা হয়েছিল ১৯৯১ সালের ২৫ অক্টোবর। শাহরুখ তখনও বড় তারকা হয়ে ওঠেননি। একজন উঠতি অভিনেতা তিনি। অন্যদিকে তাঁর স্ত্রী গৌরীকে তো তখন কেউ চিনতই না। কিন্তু ২৫ বছর পর সবকিছু বদলে গেছে। এখন তাঁরা বলিউডের প্রথম সারির দম্পতি। তাঁদের প্রেমকাহিনিও বহুল চর্চিত বিষয়।

এই জুটির বিয়েতে প্রথম ধাক্কাই ছিল ধর্মের ব্যবধান। সেসব প্রতিকূলতা পেরিয়ে গৌরীকে জীবনসঙ্গী করে নিয়েছেন শাহরুখ। তাঁদের বিয়েতে ঝড়ঝাপটাও ছিল, সেগুলো দুজনে মিলে কাটিয়ে উঠেছিলেন। যদিও একটা সময় ছিল যখন গৌরীকে বিয়ে করার জন্য বারবার শাহরুখকে নিষেধ করেছিলেন বলিউডের শুভানুধ্যায়ীরা।

যদিও কারও কথাই কানে তোলেননি অভিনেতা। বারবার গৌরীর প্রতি নিজের ভালোবাসার কথা বলেছেন তিনি। শাহরুখ তখন শুভাকাঙ্ক্ষীদের বলেন, প্রযোজকেরা বলেছিলেন সিঙ্গেল নায়কদের অনুরাগী সংখ্যা বেশি হয়। আমি বলেছিলাম, অনেক কষ্ট করে রাজি করিয়েছি ওকে, বিয়ে করতেই হবে।

Design & Developed by: BD IT HOST