”
কক্সবাজারে ১ আসামী গ্যাসের সিলিন্ডারে ইয়াবা পাচার মামলায় : যাবজ্জীবন
শফিউল হক রানা,কক্সবাজার প্রতিনিধি
২২ নভেম্বর ২০২২
কক্সবাজার গ্যাসের সিলিন্ডারে করে ৯ হাজার ৬৫০ ইয়াবা পিচ টেবলেট পাচারের দায়ে করা মামলায় কক্সবাজারে ১জন ইয়াবাকারবারীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে আদালত। কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আবদুল্লাহ আল মামুন মঙ্গলবার ২২ নভেম্বর দুপুরে এ রায় ঘোষণা করেন।
একই আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন দন্ডিত আসামী হলো : বরিশাল জেলার গৌরনদী পৌরসভার নবীনগর গ্রামের রবিউল মোল্লার পুত্র লালচাঁন মোল্লা (৩০)। রায় ঘোষণার সময় আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।