কক্সবাজার দ্বিতীয় দিনের মত আইনজীবীরা জেলা ও দায়রা জজ আদালত বর্জন
শফিউল হক রানা,কক্সবাজার প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২২
কক্সবাজারে ২য় দিনে আইনজীবী দের বর্জন চলছে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ঈসমাইলের মহোদয়ের আদালত। অনির্দিষ্টকালের জন্য ঘোষিত আদালত বর্জন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। সেই সাথে ৩০ নভেম্বরের সাধারণ সভায় পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। সোমবারের সাধারণ সভার শেষে এই কথা জানান জেলা আইনজীবি সমিতির সভাপতি ইকবালুর রশিদ আমিন। অন্যদিকে সোমবার দুপুরে জেলা বার ভবনে সাধারণ সভায় বসে জেলা আইনজীবী সমিতি। সভা
আহবানের সময়সূচি গঠনতান্ত্রিক না হওয়ায় সাধারণ আইনজীবীরা বিক্ষুব্ধ হলে উত্তেজনার শুরু হয়। পরে
অসন্তোষের মুখে ৩০ নভেম্বর পুনরায় সভা আহ্বান করা হয়। দ্বিতীয় দিনে আইনজীবীদের আদালত বর্জনের কারনে দূর থেকে আসা সাধারণ বিচার প্রার্থীরা বিপদে পড়েছেন। আইনজীবিদের নিয়ে অসৌজন্যমূলক আচরণ ও কক্সবাজার জেলা আইনজীবি সমিতির বর্তমান পরিষদকে অযোগ্য বলে মন্তব্য করার প্রতিবাদে গত ২৭ নভেম্বর থেকে জেলা জজ আদালত বর্জনের ঘোষনা দেয় জেলা আইনজীবী সমিতি কক্সবাজার।