শফিউল হক রানা,কক্সবাজার প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২২ কক্সবাজার সদর উপজেলার সম্মলনের প্রথম অধিবেশন শেষে ২য় অধিবেশনে। কাফনের কাপড় পরে শুয়ে স্নোগান দিয়ে নেতাকর্মীরা, ঘেরাও করে রাখে কক্সবাজার জেলা আওয়ামীলীগের কার্যালয়। এর আগে হিলডাউন সার্কিট হাউজে ১দফা কেন্দ্রীয় নেতাদের গাড়ী গতিরোধ করে রাখে বিক্ষুদ্ধ নেতা কর্মীরা। এসব নেতাকর্মীদের কাছে প্রশ্ন ছিলো কেনো এই অবস্থান? অবশেষে ৩দফা বৈঠক শেষে ঘোষনা করা হয় সদর উপজেলা আওয়ামীলীগের কমিটি। যাতে সভাপতি মাহামুদুল করিম মাদু, সাধারণ সম্পাদক এডভোকের ছৈয়দ রেজাউর রহমান রেজা, অপর দিকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জসিমউদদীন কে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও ঘোষনা করেন জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এর আগে শনিবার সকালে কক্সাবাজার শহরের পৌর প্রিপের্যাটরি স্কুল মাঠে ৯ বছর পর অনুষ্ঠিত হয় সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন, এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড:সিরাজুল মোস্তফা, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আব্দু সবুর,কক্সবাজার বাজার রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এম,পি, কক্সবাজার মহিলা সংসদ কানিজ ফাতেমা আহমেদ,। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, এতে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান প্রমুখ।