কটিয়াদীতে বাস ভাড়া কমানোর দাবি শিক্ষার্থীদের ইউএনওর মধ্যস্থতায় সমাধান
রতন ঘোষ, কটিয়াদী, প্রতিনিধি
কটিয়াদী থেকে ঢাকাগামী সব বাসের ভাড়া কমানোর দাবিতে গতকাল দুপুড়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ সময় বাস আটকে কলেজে নিয়ে যায় তারা। পরে ইউএনওর মধ্যস্থতায় বাস মালিক পক্ষের সঙ্গে ছাত্র সমন্বয়কদের আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হয়। এ সময় ঢাকা-কটিয়াদী গেটলক সার্ভিসের ভাড়া ৫০ টাকা কমিয়ে ৩০০ টাকা, অন্যান্য সুপার ও যাতায়াতের ভাড়া ২৫ টাকা কমিয়ে ২৭৫ টাকা এবং জলসিঁড়ি ও উজান-ভাটির ভাড়া ২০ টাকা কমিয়ে ২৬০ টাকা এবং
শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ায় যাতায়াতের সিদ্ধান্ত নেওয়া হয়।
ছাত্র সমন্বয়ক মাহমুদুল হাসান জানান, আমাদের দাবি আদায় হয়েছে, এতে আমরা আনন্দিত। যাতায়াত প্রাইভেট লি. এর পরিচালক এএইচএম জুনায়েদ পিন্টু জানান, ছাত্রদের দাবির প্রতি সম্মান জানিয়ে বাস ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে। এই ভাড়া অতিশীগ্রই কার্যকর হবে বলে জানান বাস মালিক পক্ষ।