রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি

নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।৯ই ডিসেম্বর সোমবার এ দিবসটি পালন উপলক্ষে কটিয়াদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার
মোঃ মাঈদুল ইসলামের সভাপতিত্তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা  অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা আক্তার এবং জয়িতাদের পক্ষে বক্তব্য রাখেন, মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস, মোসাম্মৎ রুমা আক্তার, মোসাম্মৎ তিতাস বেগম মোছাম্মৎ দুলেনা আক্তার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা আক্তার।
আজকের এই অনুষ্ঠানে, মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ৫ ক্যাটাগরিতে পাঁচজন নারীকে জয়ীতা পদপ্রদান করা হয়। এর মধ্যে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী হিসেবে, মুসাম্মাৎ রুমা আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে জান্নাতুল ফেরদৌস, সফল জননী হিসেবে মোসাম্মৎ ফেরদৌসী বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মোসাম্মৎ তিতাস বেগমএবং নির্যাতনের বিভীষিকাকে পিছনে ফেলে নতুন উদ্যোগে জীবন শুরু করার জন্য মোসাম্মৎ দুলেনা আক্তার সহ উক্ত পাঁচজনকে  এ বছরের জয়িতা নির্বাচন করে অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সম্বর্ধনা ও ক্রেস্ট প্রদান  করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *