কবিতা- অধ্যক্ষ ওমর মহোদয়
মোঃ সামিউল হক সায়িম
হে ওমর! তুমি হৃদয়ে বাস করো।
জীবনের পথে উপদেশ দিলে,
সঠিক পথ ধরো।
ভুলিনি ওমর আজও সেই দীক্ষা।
বলেছো তুমি বিসর্জন দিতে,
মননের কুশিক্ষা।
বলেছো তুমি কর্মঠ মানুষ হতে।
অলস মানুষ পরাজিত হয়,
কর্মঠ মানুষ জেতে।
দেখিয়েছো তুমি ভালোবাসার দৃষ্টান্ত।
অসহায় কেউ কাছে এলে তাই,
মন হয়ে যায় শান্ত।
শয়তান যদি শয়তানি করে
বিপথে যায় মানুষ,
যার হৃদয়ে ইবাদত আছে
তার আছে ঠিক হুঁশ।
বলেছো তুমি ইবাদত করো আল্লাহর
এতেই রয়েছে জান্নাত,
ভালোবাসা দিয়ে জয় করো সবে
সফলতা পাবে দিন-রাত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।