কবিতা -“পাতিনেতা”
কবি- মোঃ আব্দুল হামিদ
হুমকি ধামকি গালমন্দ
যাদের দিলি ফাপর,
তাদের ভয়ে এখন যে তোর
নষ্ট হলো কাপড়।
নেতার কথায় কত জনের
গায়ে দিলি বাড়ি ,
সে নেতা তোর কোথায় এখন
জানাস তাড়াতাড়ি।
চামচা গিরি করতে গিয়ে
করলি নিজের ক্ষতি,
নেতা যে তোর বিদেশ গেছে
তোর কি হবে গতি?
ছোট বড় কাউকেই তুই
দিলি না সম্মান,
রাস্তা ঘাটে দেখলে তাদের
করলি অপমান।
গায়ের লোকের সাথে কি আর
এমন করা চলে,
আমও যাবে ছালাও যাবে
পড়বি গ্যাড়াকলে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।