ঢাকাThursday , 7 November 2024
  1. অনুষ্ঠান
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন ও বিচার
  6. আন্তর্জাতিক
  7. আহত
  8. ইসলাম
  9. উদ্বোধন
  10. কমিটি গঠন
  11. কৃষি বার্তা
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জরিমানা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কবিতা বসন্ত আসে না

admin
November 7, 2024 11:27 am
Link Copied!

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার  

অনেকে অক্ষর সন্তানের মুখ আয়নায় খোঁজে
যশ লোভে পাতা হাড়িকাঠে মাথা দেয়
আলো দেখাবে বলে লাভের লোভ দেখিয়ে
স্বঘোষিত মূর্তিমান গলায় নির্মম হাত বাড়ায়।
বালতি ভর্তি মানপত্র রাস্তায় উপুড় করা
জঞ্জালের মতো কিছু উড়ছে বাতাসে
সুদৃশ্য নাম ফলক কাক এসে খুবলে নিয়ে যায়
তেল আর কড়ি দিয়ে; তীর্থের কাকেরা
কাকা রবে ডেকে যায় বিরাম বিহিন।
চকচকে আর্ট পেপারে রঙিন ছাপা
ঝকঝকে বাঁধাই অফুরান স্তুতি
কবি গুরু,বিদ্রোহী, সংস্কারক দ্বয়ের কারো
নামাঙ্কিত পত্র কিনে কাক মুখে পেটে বুকে সাঁটেন মানপত্র
কোকিল হবে বলে; এ ডাল, ও ডাল করে ডাকে কুহু কুহু রব।
কেঁদে ওঠে আধপোড়া চাঁদ
যন্ত্রণায় কাতর ভ্রুক্ষেপহীন দগ্ধ নক্ষত্ররাজি
দিন যায় কিছু ফুল ফোটে বসন্ত আসে না।

Design & Developed by: BD IT HOST