কবিতা ভালোবাসি
মোঃ মাজেদ আলী
ও পাখিরা সব ডানা মেলে
কোন বা দেঁশে যাও
ডানায় করে আমাকেও
সঙ্গী করে নাও।
দেখবো আমি সাগর নদী
সবুজ মাখা বন
খবর নেবো কেমন আছে
দেঁশের মানুষ জন।
শুনবো সবার দুখের কথা
দেখবো মুখের হাঁসি
কারণ আমি দেঁশের মানুষ
মানুষ ভালোবাসি।