মোঃ জাফারুল ইসলাম ক্রাইম রিপোর্টার, কয়রা-খুলনা-জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে আগামী ১৮ থেকে ২১ মার্চ বাংলাদেশ সফর করবেন সুইডেন রাজকন্যা ভিক্টোরিয়া। তার এ সফরের অংশ হিসেবে ১৯ মার্চ মঙ্গলবার খুলনার কয়রা উপজেলায় আগমন করবেন তিনি। এ সময় তিনি কয়রা উপজেলার ৩ নং মহেশ্বরীপুর ইউনিয়নের নয়ানি রেইন ওয়াটার হার্ভেস্টিংয়ের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন তিনি। এছাড়া ৪ নং মহারাজপুর ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার, কয়রা উপজেলা পোস্ট অফিস ও টেলিফোন একচেঞ্জ ডিজিটাল সেবা গ্রহণকারীদের সঙ্গে কথা বলবেন তিনি। তার আগমন উপলক্ষে কয়রা উপজেলায় চলছে ব্যাপক প্রস্তুতি। সুইডেন রাজকন্যা ভিক্টোরিয়ার আগমন উপলক্ষে চলছে ব্যাপক প্রশাসনিক নিরাপত্তা।