কলাপাড়ায় উপকূলের প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য মধ্য সত্ত্বভোগী ও খাজনা ব্যতিত সরাসরি ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির জন্য স্থাপন করা হয়েছে কৃষক বাজার। এতে খুশি ক্রেতা- বিক্রেতা সবাই।
শনিবার (২৩ নভেম্বর) সকালে কলাপাড়া উপজেলা প্রশাসেনর ব্যবস্থাপনায় আমরা কালাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় প্রেসক্লাব সংলগ্ন এলাকায় এ বাজারটি বসানো হয়।
সরজমিনে দেখা যায়, ভোর থেকেই বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের পণ্য নিয়ে হাজির হন এ বাজারে। বর্তমানে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে এ বাজারটি। উদপাদিত কৃষি পন্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি এবং নায্যমূল্যে কৃষি পণ্য কিনতে পেরে অনেকটা উচ্ছসিত ক্রেতা ও বিক্রেতারা। এ বাজারটি স্থাপন করায় আয়োজকদের স্বাদুবাদ জানিয়েছেন সবাই।
সবজি কিনতে আসা মোঃ বাকি বিল্লাহ বলেন, এটি খুবই সুন্দর একটি আয়োজন, আমরা যারা মধ্যবিত্ত পরিবারের তারা সরাসরি কৃষকদের কাছ থেকে স্বল্পমূল্যে সব সময় সবজি কিনতে পারবো। এতে কিছুটা হলেও আমাদের অর্থ সাশ্রয় হবে। উপজেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য।
কৃষি বাজারে আসা মাওলানা আবুল কালাম বলেন, সারা বছর বাজার থেকেই মূলত আমাদের সবজি মাছ মাংস কিনতে হয়। তবে বর্তমানে বাজারে এত পরিমাণ সিন্ডিকেট বেড়েছে যে শাকসবজি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের মধ্যবিত্তদের নাকালের বাইরে চলে যাচ্ছে। আর ঠিক এমন একটি সময় কলাপাড়ায় কৃষক বাজার নামে যে বাজারটি স্থাপন করা হয়েছে তা আমাদের জন্য অনেক সুফল বয়ে আনবে বলে আমরা মনে করছি। তবে আমাদের দাবি এই বাজারটি যেন স্থানী হয়।
আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য নজরুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমরা কৃষক বাজার চালু করেছি। এটি উপজেলার সাধারণত কৃষক এবং সবজি ক্রেতা উভয় পক্ষের জন্য স্বস্তি। কারন ক্রেতা এবং বিক্রেতা সকলেই কোন সিন্ডিকেট ছাড়া মাল বিক্রি করতে পারবেন এ বাজারে। বর্তমানে শুধু সবজি বিক্রি করলেও সামনের দিকে নিত্য প্রয়োজনীয় সকল মালামালী বাজারে বিক্রি করা হবে।
এ বিষয় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে খাদ্য একটি। কিন্তু আমাদের দেশে খাদ্য সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মাঝেমধ্যে সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় খাদ্যের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে নিয়ে যায় । সেজন্যই মূলত উপজেলা প্রশাসনের আয়োজনে এই কৃষক বাজার তৈরি করা হয়েছে। এই বাজারের সার্বিক সহযোগিতায় রয়েছে আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন।