কসবায় পৌণে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার- বিজিবি
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকা থেকে এক কোটি ৮৫ লাখ টাকার ভারতীয় শাড়ি, থ্রিপিস ও চাদর উদ্ধার করেছে বিজবি। বৃহস্পতিবার ভোরে উপজেলার খিরনাল সীমান্ত এলাকা থেকে বিজিবি ৬০ ব্যাটালিয়ন এসব ভারতীয় পণ্য উদ্ধার করে।
৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০৩৭/৩ এস পিলারের কাছে অভিযান চালানো হয়। এ সময় ১১৩৪ পিস ভারতীয় শাড়ি, ৪৭০টি থ্রিপিস ও ৩৮১ পিস চাদর জব্দ করা হয়।