কাজ শুরু করতে কলকাতায় হাজির হতে পারছেন না অভিনেত্রী ফারিণ
‘কারাগার’ এবং ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিলেন সেখানে। গেল বছরে অতনু ঘোষের নির্দেশনায় ‘আরো এক পৃথিবী’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তাসনিয়া ফারিণের। সদ্যই ঘোষণা এসেছে, টলিউডের সুপারস্টার দেবের সঙ্গে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ফারিণ। এই প্রজেক্ট ঘিরে অভিনেত্রী উচ্ছ্বসিতও ছিলেন।
ফারিণ আরো বলেন, “আবার কবে ভিসা দেওয়া শুরু করবে, তা তো জানি না। এ কারণে সিনেমাটির কাজের বিষয়টিও অনেকটাই অনিশ্চিত। আমার কপালটাই খারাপ।’ এর আগে জানা গিয়েছিল, পরিচালক অভিজিতের ‘প্রতীক্ষা’র শুটিং শুরু হবে নভেম্বর মাসে। সিনেমার বেশির ভাগ শুটিং হবে লন্ডনে। কলকাতাতেও কিছু অংশের শুট হবে।