কাজ শুরু করতে কলকাতায় হাজির হতে পারছেন না অভিনেত্রী ফারিণ

অনলাইন ডেস্ক
দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এখন জনপ্রিয়তার তুঙ্গে। টিভি নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করা ফারিণ এখন বড় পর্দার নায়িকা। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী।  
তবে এখন জানা যাচ্ছে, কাজ শুরু করতে সহসাই কলকাতায় হাজির হতে পারছেন না ফারিণ। দেশে সাম্প্রতিক অবস্থা নাজেহাল হয়ে পড়ায় ফারিণ-দেবের সিনেমাটি আটকে যাওয়ার উপক্রম। ফারিণ জানান, আপাতত ভারতে যাওয়ার ভিসা বন্ধ থাকায় সিনেমাটিতে কাজ করা নিয়ে অনিশ্চিত অবস্থা সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া বার্তায় এমনটিই জানালেন অভিনেত্রী।
ফারিণ বলেন, “দেবের বিপরীতে ‘প্রতীক্ষা’ নামে একটি ছবিতে কাজ চূড়ান্ত হয়েছে। আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতির কারণ ভারত সরকার অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে। কারণ এখন থেকেই ছবিটির প্রি-প্রডাকশনের কাজ শুরু হওয়ার কথা; এ জন্য শিগগিরই কলকাতায় যেতে হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *