ঢাকাMonday , 12 August 2024
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

কাজ শুরু করতে কলকাতায় হাজির হতে পারছেন না অভিনেত্রী ফারিণ

অনলাইন ডেস্ক
August 12, 2024 5:28 pm
Link Copied!

কাজ শুরু করতে কলকাতায় হাজির হতে পারছেন না অভিনেত্রী ফারিণ

অনলাইন ডেস্ক
দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এখন জনপ্রিয়তার তুঙ্গে। টিভি নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করা ফারিণ এখন বড় পর্দার নায়িকা। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী।  
তবে এখন জানা যাচ্ছে, কাজ শুরু করতে সহসাই কলকাতায় হাজির হতে পারছেন না ফারিণ। দেশে সাম্প্রতিক অবস্থা নাজেহাল হয়ে পড়ায় ফারিণ-দেবের সিনেমাটি আটকে যাওয়ার উপক্রম। ফারিণ জানান, আপাতত ভারতে যাওয়ার ভিসা বন্ধ থাকায় সিনেমাটিতে কাজ করা নিয়ে অনিশ্চিত অবস্থা সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া বার্তায় এমনটিই জানালেন অভিনেত্রী।
ফারিণ বলেন, “দেবের বিপরীতে ‘প্রতীক্ষা’ নামে একটি ছবিতে কাজ চূড়ান্ত হয়েছে। আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতির কারণ ভারত সরকার অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে। কারণ এখন থেকেই ছবিটির প্রি-প্রডাকশনের কাজ শুরু হওয়ার কথা; এ জন্য শিগগিরই কলকাতায় যেতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST