কালাইয়ের ওমর স্কুলের ৮ জন শিক্ষক-স্টাফের জন্মদিন পালন ও ১০ জনের নবীনবরণ অনুষ্ঠিত
মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার
জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলায় অবস্থিত অধ্যক্ষ ওমর আব্দুল আজিজ তালুকদার এর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমিতে প্রতি মাসের ন্যায় এই সেপ্টেম্বর মাসেরও শিক্ষক-স্টাফেদের জন্মদিন ও নবীনবরণ অনুষ্ঠান প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক (প্রাথমিক) মোঃ রহমতুল্লাহ প্রামাণিক এর সভাপতিত্বে ও পরীক্ষা নিয়ন্ত্রক হামিদুর রহমান এর সঞ্চালনায় ২৮ সেপ্টেম্বর, শনিবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টিচিং এডভাইজার মোঃ শামসুজ্জোহা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা মোঃ সামিউল হক সায়িম। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ মুনছুর রহমান, কাস্টমার রিলেশনশিপ অফিসার মোঃ আয়নাল হক, সহকারী শিক্ষক মোঃ রাইহান আলী, সহকারী শিক্ষক মোছাঃ নাজলী বেগম, স্বাস্থ্য সহকারী মোছাঃ নুসরাত জাহান ফারজানা প্রমুখ। সেই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্টুডেন্ট কাউন্সিলর মোঃ বিপ্লব হোসেনসহ শিক্ষক-স্টাফগণ।
এই দিন স্কুলটির সর্বমোট ৮ জন শিক্ষক-স্টাফকে স্কুলের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়, মিষ্টিমুখ করানো হয় এবং মহান আল্লাহ তায়ালার কাছে সকলের দীর্ঘায়ুসহ সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। তাঁরা হলেন যথাক্রমে মোঃ আব্দুল্লাহেল হক, রাবেয়া আক্তার, মোছাঃ ওয়ামিনা আক্তার মিথিলা, মোছাঃ রাবেয়া আক্তার রেনু, মোছাঃ ওমিছা বেগম, মোঃ রেজাউল ইসলাম, মোঃ আহম্মদ আলী আশিক এবং মোঃ আবুল কালাম। এছাড়া এই দিন স্কুলটিতে মোট ১০ জন নবীন শিক্ষক-স্টাফকে বরণ করা হয়। তাঁরা হলেন যথাক্রমে রিতি বেগম, তাওহিদ এনাম, আজিজুল হক, রাফিয়া ইয়াসমিন, রাবেয়া খাতুন রুহি, মুন্নুজান আক্তার, নাজমুল হোসেন, নুর নাহার এবং মোঃ বিলাস।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।