কালাইয়ের ওমর স্কুলে জন্মদিন পালন, অভিভাবক সমাবেশ, বিদায়ী সংবর্ধনা ও নতুন শিক্ষক-স্টাদের পরিচিতি
মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার
জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির মোট ০৬ জন শিক্ষক-স্টাফদের জন্মদিন উপলক্ষ্যে মিষ্টিমুখ করানো হয় এবং উক্ত শিক্ষক-স্টাফদের ৩১ আগস্ট, শনিবার দুপুর আড়াইটায় স্কুলের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। তাঁরা হলেন যথাক্রমে: শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা মোঃ সামিউল হক, সহকারী শিক্ষক শারমিন সুলতানা, সহকারী শিক্ষক রাজিয়া সুলতানা ইমা, মোছাঃ কারিমা বেগম (স্টাফ), মোঃ শাফিউল ইসলাম (স্টাফ) এবং আলামিন (স্টাফ)।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক (প্রাথমিক) মোঃ রহমতুল্লাহ প্রামাণিক ও সঞ্চালনা করেন পরীক্ষা নিয়ন্ত্রক হামিদুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন টিচিং এডভাইজর শামসুজ্জোহা। বক্তব্য রাখেন শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা মোঃ সামিউল হক, কাস্টমার রিলেশনশিপ অফিসার মোঃ আয়নাল হক, স্টুডেন্ট কাউন্সিলর মোঃ বিপ্লব হোসেন প্রমুখ।
জন্মদিন অনুষ্ঠান ছাড়াও প্রতিষ্ঠানটির দশম শ্রেণির শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের নিয়ে স্কুল কর্তৃপক্ষ থেকে আয়োজিত সভায় এসএসসি পরীক্ষা নিয়ে চলমান সময়ে শিক্ষক-অভিভাবক যৌথ প্রচেষ্টায় যেসব কার্যক্রম করা দরকার সেসব বিষয়ে বিশদ আলোচনা করা হয়। আলোচনা শেষে পড়াশোনার অগ্রগতির ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
এরপর প্রতিষ্ঠানটিতে যোগদানকৃত নবাগত শিক্ষক-স্টাফদের পরিচিত পর্ব চলে। তারপর বিদায়ী ৭ জন শিক্ষক-স্টাফদের স্কুলটির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।