কালাইয়ে আইফোনের দাবিতে বাবার উপর ছেলের অভিমান নিম গাছে আরোহন
স্টাফ রিপোর্টার: মোঃ সামিউল হক সায়িম
রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের উত্তর মাস্তর গ্রামের আহম্মদ আলীর ছেলে ইতালি (২৫), ২৯ জুন বৃহস্পতিবার তার বাবার কাছে আইফোন কেনার জন্য পনেরো হাজার টাকা চাইলে তার বাবা অপারগতা প্রকাশ করলে, সে গ্রামের অদূরবর্তী আনিফকির নামক স্থানে গিয়ে নিম গাছের মাথায় চরে বসে। তার এহেন অস্বাভাবিক আচরণ দেখে সেখানে মানুষজন জরো হতে থাকে। উপস্থিত লোকজন তাকে গাছ থেকে নামার জন্য বললে সে বলে, আমার বাবা যতক্ষণ পর্যন্ত আমাকে আইফোন কেনার টাকা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ গাছ থেকে নামাতে পারবে না। অবস্থা বেগতিক দেখে উপস্থিত লোকজন কালাই এর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসে ফোন দিলে, ফায়ার সার্ভিস কর্মীর একটি চৌকস দল তাকে নিম গাছ থেকে নামাতে সফল হয়। সুস্থ অবস্থায় তাকে উদ্ধারের পর উপস্থিত জণতার সামনে তার বাবা ও চাচার হাতে তুলে দেন।
অভিভাবকরা এই ধরনের ঘটনায় সচেতন না হলে, যেকোনো সময়, যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে অভিজ্ঞমহল মনে করছেন।