কালাইয়ে কিশোরীদের মাঝে তথ্য কার্ড বিতরণ
স্টাফ রিপোর্টার মোঃরবিউল ইসলাম আকন্দ
জয়পুরহাটের কালাই উপজেলা পল্লী সমাজ দেওগ্রামের আয়োজনে ও সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা
কর্মসূচি (সেলপ) এর সহযোগিতায় ২৪ নভেম্বর ২০২২ বৃহষ্পতিবার বিকেল ৩ ঘটিকায় দেওগ্রাম সরকারি
প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অত্র দেওগ্রাম পল্লী সমাজের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে “মেয়ে আমার
অহংকার, ১৮’র আগে বিয়ে নয় এই আমার অঙ্গীকার” এ প্রতিপাদ্য সামনে রেখে বাল্য বিয়ের ঝুঁকিতে
থাকা কিশোরীদের মাঝে তথ্য কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য জেলা ব্র্যাক সমন্বয়কারি
আরিফুল ইসলাম, জেলা ব্যবস্থাপক (সেলপ) কায়েম উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাত আরা তিথি, তিনি বলেন কেউ বাল্য বিয়ের
ব্যবস্থা করলে খবর দিয়ে সহযোগিতার কথা বলেন এবং কিশোরীদের উদ্দেশ্যে বাল্য বিবাহ রোধে
সচেতনতামূলক পরামর্শ দিয়ে বক্তব্য শেষ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক
কর্মকর্তা মাহফুজা খাতুন ও দেওগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, অফিসার (সেলপ) খাতিজা খাতুন, পুনট ইউপি প্যানেল চেয়ারম্যান
মোর্শেদুল হক, পুনট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজার রহমান, পুনট সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আশরাফ আলী, মাদাই নূর মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি
নাসিমা খানম ও আতাহার যুথি উন্নয়ন সংস্থার সভাপতি হাবিবা জাহান জার্সিয়া। এ সময় ব্র্যাক কর্মকর্তা,
কর্মচারী, কিশোরী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে
অতিথিবৃন্দের মাধ্যেমে কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।