কালাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
স্টাফ রিপোর্টার
মোঃরবিউল ইসলাম আকন্দ
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ই ডিসেম্বর ২০২২ বুধবার সকাল ৯টার সময় মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন থানা, উপজের আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভাসহ উপজেলা সদরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান, পুষ্পস্থবক অর্পণের
পর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর তাদের আত্মার মাগাফিরাত, দেশ ও জাতির উদ্দেশ্যে মোনাজাতের মাধ্যমে মঙ্গল কামনা করা হয়। তারপর অত্র মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবীদের জীবনী, কর্ম জীবনও মুক্তিযুদ্ধে তাদের অবদান তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল
ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যানও উপজেলা
আওয়ামীলীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন, বিশেষ সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস,
পৌর মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দিন, । অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা
সাবেক কমান্ডার মুনীশ চৌধুরী, উপজেলা কৃষি অফিসার অরুণ চন্দ্র, ও কালাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ ধজেন্দ্রনাথ, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী
আকবর মন্ডলসহ প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিবর্গ শিক্ষা প্রতিষ্ঠানের
প্রধানগণ-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।