কালাইয়ে অভিনব কায়দায় প্রতারণা
স্টাফ রিপোর্টার
মোঃ রবিউল ইসলাম আকন্দ
দিন যাচ্ছে আর প্রতারক চক্র যেন আরো নতুন নতুন কৌশল অবলম্বন করছে।
জয়পুরহাটের কালাইয়ে ০৬/১২/২০২২ তারিখে কালাই উপজেলা পোষ্ট অফিস থেকে ডাক পিয়নের মাধ্যমে কালাই পৌর সদর (১ নং) ওয়ার্ডের থুপসাড়া গ্রামের মোঃতৌহিদুল ইসলাম।পিতাঃতায়েব আলীর নামে একটি চিঠি আসে চিঠির লিখা হুবহু তুলে ধরা হলো
অনুঃরেজিঃ ফ-১১২৫৪৬৬১৪০
শুধুমাত্র রাষ্ট্রীয় কাৰ্য্যে ব্যবহার্য
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মুজিব ১০০ বর্ষ
বর্তমান সময়ের আতঙ্ক হলো কোভিড-১৯ অর্থাৎ করোনা ভাইরাস। বাংলাদেশ
তথা গোটা বিশ্ব আজ করোনা আতঙ্ক। করোনা ভাইরাস শুধু জীবন কেড়ে
নিয়েছে তা নয় অর্ধেক জনসংখ্যার মানুষের জীবিকা কেড়ে নিয়েছে, এর ফলে
অনাহারে কষ্টে জীবন কাটাচ্ছে অসহায় মানুষগুলো। এই সকল মানুষের মুখে
হাসি ফুটানোর জন্য সরকারের পাশাপাশি অর্থ বিভাগ ত্রাণ ফাউন্ডেশন
বেসরকারীভাবে নানা উদ্যোগের মাধ্যমে কাজ করে যাচ্ছে। করোনা প্রাদুর্ভাবের
কারণে অসহায় মানুষকে সহায়তা প্রদানের জন্য আর্থিক অনুদান হিসেবে
এককালীন ১২ হাজার টাকা দেওয়া হচ্ছে, এছাড়াও শীতকালীন খাদ্য অনুদান
হিসেবে অর্থ বিভাগের ত্রান ফাউন্ডেশন থেকে ৫০ কেজি চাল, ১০ কেজি আটা,
৫ কেজি ডাল, চিনি, তৈল ইত্যাদি আরও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নির্দিষ্ট
ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে অথবা সমপরিমাণ অর্থ দেওয়া
হবে নগদ/ বিকাশের মাধ্যমে অসহায় মানুষকে।
আপনাকে রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে, কেননা রেজিষ্ট্রেশন
ব্যতিত অনুদান প্রযোজ্য হবে না। রেজিষ্ট্রেশনের জন্য করোনা সহায়তা অনুদান
কমিটি ত্রাণ ফাউন্ডেশন অর্থ বিভাগের কর্মকর্তার সাথে (এনামুল হক জয়)
যোগাযোগ করে রেজিষ্ট্রেশনের নম্বর সংগ্রহ করতে হবে এবং মানি অর্ডারের চেকে
নির্দিষ্ট ঘরে পূরণ করতে হবে।
রেজিষ্ট্রেশন চার্জ, ফি প্রদান-
০১৭৯৭-৯১৬৬৬৭
রেজিষ্টেশনের জন্য যোগাযোগ করুন
মোবাঃ ০১৯৭৫-৮১৮০৭৮-
মৌবাঃ ০১৮৩০-৯৭৯৮০১
*শর্ত সমূহঃ অসহায় দুর্বল কর্মহীন, বাড়িঘর ব্যতিত জমিজমা নেই, সরকারী
অন্য অনুদান না পাওয়া, বাংলাদেশী নাগরিক ইত্যাদি।
*বিস্তারিত জানানো হবে।
করোনা ত্রাণ অনুদান
অর্থবিভাগ, ত্রাণ ফাউন্ডেশন
তাজমহল রোড, ব্লক-সি
ধানমন্ডি, ঢাকা-১২০৯
বেনামুন
8/22/22
এনামুল হক জয়
তাজমহল রোড ব্লক-সি,
ধানমন্ডি, ঢাকা-১২০৯
এবং সাথে একটি ডাক বিভাগের ১২,০০০ টাকার ডাক মানি সংগ্রহের রিসিভ পাঠানো হয় তার পর তাকে ফোন দিয়ে রেজিষ্ট্রেশন এর জন্য ৫০০ টাকা নেওয়া হয়,আধা ঘন্টা পর ফোন দিয়ে স্টেম্প বাবদ আরো ৩৮০ টাকা বিকাশ করে নেওয়া হয়।এর পর আবারো ফোন দিয়ে (১১৮০) টাকা সঞ্চয় বাবদ চায়। তখন ভুক্ত ভূগি বিষটি সাংবাদিককে জানালে উক্ত ফোন নাম্বারে যোগাযোগ করা হলে টাকা লেনদেনের ব্যপারটা জানতে চাওয়া হলে প্রতারক কোন সদ উত্তর দিতে পারে নি।
ভুক্ত ভুগি তহিদুল ইসলাম বলেন আমি গরীব মানুষ আমার থেকে টাকা নিয়েছে না জানি আরো কত মানুষের সাথে এমন প্রতারনা করেছে তার কোন হিসাব নাই।সে যেন আর কারো সাথে এমন প্রতারণা না করতে পারে তার জন্য সকলে এমন প্রতারনার কথা জানা দরকার বলে জানিয়েছেন তিনি।