ঢাকাThursday , 28 November 2024
  1. অনুষ্ঠান
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন ও বিচার
  6. আন্তর্জাতিক
  7. আহত
  8. ইসলাম
  9. উদ্বোধন
  10. কমিটি গঠন
  11. কৃষি বার্তা
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জরিমানা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কালিহাতীতে চুরি করা গাভীসহ তিন চোর আটক

Link Copied!

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: 
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোহালিয়া বাড়ি এলাকায় একটি গাভীন গরুসহ তিন চোরকে আটক করেছে  পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন—টাঙ্গাইলের গোয়ালন্দ থানার বাগলপুর গ্রামের হযরত আলী শেখ (৩৬), রাজবাড়ী জেলার আলীপুর গ্রামের আখের আলী শেখ (৪০) এবং জামালপুর জেলার রশিদপুর বগাবাড়ী এলাকার রইছ উদ্দিন (৩৫)।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, গোহালিয়া বাড়ি এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে স্থানীয়রা কালো রঙের একটি গাভীসহ তিন ব্যক্তিকে সন্দেহ করে থানা খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, তারা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থেকে গরুটি চুরি করে এনেছে। আটককৃতরা পেশাদার চোর।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি জানিয়েছেন, আটক চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদের মালামালসহ নিয়ে যেতে।
কালিহাতী থানার  এসআই ইমাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তিন চোর ও চুরি হওয়া গরুটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।
তিনি আরও বলেন, স্থানীয়দের সচেতনতার কারণে পেশাদার চোর চক্রের এই সদস্যরা ধরা পড়েছে। এ ধরনের অপরাধ দমনে স্থানীয়দের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং চুরিকৃত গরুটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের তৎপরতা ও পুলিশের দ্রুত অভিযানের ফলে এই সফলতা আসায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি বিরাজ করছে।

Design & Developed by: BD IT HOST