কিংবদন্তি লাখো মানুষের শ্রদ্ধাবাজন নেতা জননেতা জাফর আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পূর্ণ
কামরুল ইসলাম –
দক্ষিণ চট্টগ্রামের কিংবদন্তি মরহুম জননেতা লাক্ষো মানুষের শ্রদ্ধাবাজন জননেতা জনাব জাফর আহমেদের স্মৃতি স্বরণে ১ম রাত্রিকালীন অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট গত ২৬ নভেম্বর রেলওয়ে হাসপাতালস্থ শহীদ আব্দুর রব কলোনীর বর্ণক সংসদ মাঠে অনুষ্ঠিত হয়। এই টুনামেন্টে মোট ৩২ টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় ১১ বাড়ী একাদশ ২–১ গোলে লায়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্র্রিয় কমিটি সাবেক সদস্য রিটু দাশ বাবলু। বিশেষ অতিথি ছিলেন আকিজ উদ্দিন, আব্দুর রউফ ভূট্টো, খন্দকার সাইফুল ইসলাম মামুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রফিক সওদাগর এবং মো. আলম এবং টুর্নামেন্টের উদ্যোক্তা মো. হারুন, মো. মিন্টু ও মো. জাবেদ।