ঢাকাMonday , 23 September 2024
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে বিএনপির সমাবেশ ভার্চুয়ালি দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন তারেক রহমান

Link Copied!

কিশোরগঞ্জে বিএনপির সমাবেশ ভার্চুয়ালি দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন তারেক রহমান

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
২০১৪ সালের ১২ নভেম্বর কিশোরগঞ্জে জনসভা করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর আর জেলায় বড় ধরণের কোনো কর্মসূচি পালন করতে পারেনি দলটি। এবার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ফলে দীর্ঘ ১০ বছর পর আবার হচ্ছে জনসভা।এই জনসেবায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এ জনসভা অনুষ্ঠিত হচ্ছে। জেলা বিএনপি জনসভার আয়োজক। আজ সোমবার বেলা ৩টায় জনসভা শুরু হওয়ার কথা রয়েছে। এ কর্মসূচি সফল করতে স্থানীয় বিএনপি গত কয়েকদিন ধরে ব্যাসপক প্রস্তুতি নিয়েছে।জনসভাকে ঘিরে ব্যা পক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে দলীয় নেতাকর্মীদের মাঝে। উজ্জীবিত বিএনপি স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ শো-ডাউন করবে বলে দলীয় সূত্র জানিয়েছে। এরই মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল বক্তব্য প্রচারের জন্য এলইডি ডিসপ্লে প্রস্তুত করা হয়েছে।মঞ্চসহ আশপাশে লাগানো হয়েছে শতাধিক মাইক ও স্পিকার।

আজ বেলা ৩টায় জনসভা শুরুর কথা থাকলেও সকাল থেকেই উজ্জীবিত নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল দেখা যায় শহরে। রোদ ও গরম উপেক্ষা করে ব্যানার-ফেস্টুন নিয়ে অনেককে সকাল থেকেই স্টেডিয়ামে অবস্থান নিতে দেখা গেছে।বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম জনসভায় সভাপতিত্ব করবেন। তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্যল নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ কেন্দ্রীয় নেতরা জনসভায় বক্তব্যও দেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST