মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এ জনসভা অনুষ্ঠিত হচ্ছে। জেলা বিএনপি জনসভার আয়োজক। আজ সোমবার বেলা ৩টায় জনসভা শুরু হওয়ার কথা রয়েছে। এ কর্মসূচি সফল করতে স্থানীয় বিএনপি গত কয়েকদিন ধরে ব্যাসপক প্রস্তুতি নিয়েছে।জনসভাকে ঘিরে ব্যা পক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে দলীয় নেতাকর্মীদের মাঝে। উজ্জীবিত বিএনপি স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ শো-ডাউন করবে বলে দলীয় সূত্র জানিয়েছে। এরই মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল বক্তব্য প্রচারের জন্য এলইডি ডিসপ্লে প্রস্তুত করা হয়েছে।মঞ্চসহ আশপাশে লাগানো হয়েছে শতাধিক মাইক ও স্পিকার।
আজ বেলা ৩টায় জনসভা শুরুর কথা থাকলেও সকাল থেকেই উজ্জীবিত নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল দেখা যায় শহরে। রোদ ও গরম উপেক্ষা করে ব্যানার-ফেস্টুন নিয়ে অনেককে সকাল থেকেই স্টেডিয়ামে অবস্থান নিতে দেখা গেছে।বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম জনসভায় সভাপতিত্ব করবেন। তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্যল নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ কেন্দ্রীয় নেতরা জনসভায় বক্তব্যও দেবেন।