কেয়ারটেকার সরকারসহ ১০ দফা দাবিতে মাঠে নামছে জামায়াতে ইসলামী
হাবিবুর রহমান হাবিব
কাপাসিয়া উপজেলা প্রতিনিধি,গাজীপুর
দেশের সার্বিক আবস্থা বিবেচনায় ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ ডিসেম্বর বিকাল ৪ঃ৩০ মিনিটে দেশবাসীর উদ্দেশ্য অনলাইনে বক্তব্য রাখেন এবং দশ দফা দাবি উপস্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ড. শফিকুল ইসলাম।
একনজরে জামায়াতে ইসলামীর দশ দফা
১. অন্তর্বর্তীকালীন কেয়ারটেকার সরকার গঠন করতে হবে
২. কেয়ারটেকার সরকার একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে।
৩. বেগম খালেদা জিয়া এবং আল্লামা সাঈদীসহ সকল নেতা-কর্মী মুক্তি দিতে হবে;
৪. জামায়াতের অফিস খুলে দেয়া, স্থগিতকৃত জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দিয়ে সভা-সমাবেশ করার অধিকার দিতে হবে।
৫. ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-সহ মৌলিক মানবাধিকার হরণকারী সকল কালা-কানুন বাতিল করতে হবে
৬. বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, সার ও পানিসহ সেবা খাতসমূহে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে
৭. সংঘটিত দুর্নীতি চিহ্নিত করার লক্ষ্যে একটি স্বাধীন শক্তিশালী কমিশন গঠন করতে হবে। ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে
৮. গুম, বিচারবহির্ভূত হত্যা বন্ধ দায়ীদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। আওয়ামী আমলে সংখ্যালঘু নির্যাতনের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।
৯. প্রশাসন ও বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে
১০. সীমান্ত হত্যা বন্ধ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
উপরোক্ত ১০-দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের কর্মসূচীর অংশ হিসেবে আগামী ২৪ ডিসেম্বর রাজধানী ঢাকাসহ দেশের বিভাগীয় শহর ও জেলায় জেলায় গণমিছিলের কর্মসূচী ঘোষণা করেন।