ক্ষেতলালে জোরপূর্বক বসত ভিটা দখলের অভিযোগ
(জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের মিনিগারি গ্রামের মৃত তছলিমের পুত্র মোঃ আঃ রাজ্জাক এর (৬শতক) বসতভিটা জোর পূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে একই এলাকার
আজিজার রহমান ও মিনিগারি গ্রামের মৃত ভদু তালুকদারের ছেলে শালিশ কারক স্বপন তালুকদার এর বিরুদ্ধে। জমি নিয়ে ক্ষেতলাল থানায় অভিয়োগ চলমান থাকা অবস্থায় গত শুক্রবার (১৪জুলাই ) এই ঘটনা ঘটে।
এ বিষয়ে ভুক্তভোগী আঃ রাজ্জাক বলেন, জায়গাটি আমি বাবার ক্রয় সূত্রে ২০২১সাল থেকে
বর্তমান পর্যন্ত ভোগদখলে আছি। যাহার খতিয়ান নং ৬৫৮, আর এস ১২৮৭/৩৮৫৭ দাগে ৬ শতক বসত ভিটা। আমার পরিবার নিয়ে ভোগদখলে থাকা অবস্থায়। হঠাৎ গত শুক্রবার ১৪ জুলাই সকালে আমার বাড়িতে কেউ না থাকার সুবাধে কতিপয় ২০-২৫ জন ভাড়াটিয়া লোক এসে আমার বসতভিটার ইটের একটি রুম সহ ২শতক জমি জবরদখল করে কাটা তার দিয়ে ঘিরে দখল করে। অথচ থানায় অভিয়োগের সময় থাকা স্বর্থেও আইনকে বৃদ্ধা আঙুলি দেখিয়ে আমার জমি জোর পূর্বক জবর দখল করছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে আমাকে এলোপাথারী মারধর কিল ঘুসি ও খুন জখমের ভয় ভিতী দেখায় তারা। পরে এ নিয়ে উত্তেজনা বিরাজ করলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সরেজমিনে গিয়ে দেখা যায় রানা তালুকদার ভুট্টু মজনু অপিন রপিকুল , দেলুয়ার, সহিদুলসহ আরও অনেকেই সাথে কথা বলে জানা গেছে, আঃ রাজ্জাক তার বাবা বেচেঁ থাকা অবস্থায় উত্তর সাইটে ইটের রুমসহ বসবাস করে আসছেন হটাৎ শুক্রবার সকাল ১১টায় একদল সালিশ কারক মাস্তান সহ তার ছোট ভাই ঘড় সহ বসত ভিটা দখল করে৷
এ বিষয়ে বসতভিটা জবরদখল কারী অভিযুক্ত আজিজার রহমানের এর সাথে মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে ও তার মোবাইল ফোন টি বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে অভিযোগের তদন্তকারী ক্ষেতলাল থানার এস আই আঃ লতিফ জানান, পারিবারিক জমা জমি সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছিলাম। জমি জমা সংক্রান্ত বিষয়ে আমাদের হস্থক্ষেপ নেই এটি পারিবারিক বিষয়৷