খলেয়া ইউনিয়নে পলিথিন দূষণ রোধে অভিনব প্রচারণা…..
এ এস নুসরাত জাহান খুশি,
রংপুর প্রতিনিধি।
রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তালেবুল হক পলিথিন দূষণ রোধে অভিনব প্রচারণা চালিয়েছেন। গত রোববার বিকেলে খলেয়া গঞ্জিপুর বাজার থেকে পলিথিন কুড়িয়ে এনে পরিষদ মাঠে পুড়িয়ে সচেতনতা বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছেন। মোত্তলেবুল হক জানান, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, জলবায়ু পরিবর্তন, নির্বিচারে বৃক্ষনিধনের কারণে আমাদের প্রিয় মাতৃভ‚মি আজ হুমকির মুখে। তাই আমরা পলিথিন পুড়িয়ে সচেতনতা বৃদ্ধি করছি। পলিথিন ব্যবহার পরিহার, বেশি করে দেশীয় গাছ লাগানো উচিত। পলিথিন পোড়ানোর এই কর্মসূচী চলবে। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য, মোঃ আব্দুল মাজেদ, মোঃ মেছবাহুল আলম, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ খালেকুজ্জামান শাহ্,মোঃ ফরহাদ মিয়া, কুমোদিনী রানী রায়,পারভীন বেগম,লিপি রানী রায়,মোঃ তৌহিদুল ইসলাম.