খাগড়াছড়ি জেলার গুইমারায় আওয়ামী লীগ বিএনপি পাল্টা পাল্টি সমাবেশ ও পদযাত্রা
মোঃ সালাউদ্দিন,
গুইমারা(খাগড়াছড়ি) প্রতিনিধি,
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে সারা দেশ ব্যাপি বিএনপি,জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল-সৃষ্টির চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় শান্তি সমাবেশে ।
শনিবার ( ১১ ফেব্রুয়ারি ) সকাল ১০টায় বাংলাদেশে আওয়ামী লীগ ২নং হাফছড়ি ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মফিজুল ইসলাম এর নেতৃত্বে বিএনপি, জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল-সৃষ্টির চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় শান্তি সমাবেশ ২নং হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় মিছিলটি ২নং হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্য্যালয় থেকে বের হয়ে জালিয়াপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলিয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জামাত-বিএনপি-রাজাকার হুশিয়ার সাবধান, লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই এ ধরনের বিভিন্ন স্লোগানের মাধ্যমে শান্তির উদ্দেশ্যে জামাত-বিএনপি’র দোষরদের হুশিয়ারী সংকেত দেয়া হয়।
গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম মীর বলেন, শান্তিপূর্ন এদেশে জামাত-বিএনপি’র দোষররা আবার মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে, তাদেরকে শান্তির উদ্দেশ্যে দেশে নৈরাজ্য ষড়যন্ত্র ও দেশকে অস্থিতিশীল সৃষ্টির অপচেষ্টা না চালিয়ে শান্ত সৃষ্ট দেশকে অস্থিতিশীল না করতে বলেন।
আমরা দৃঢ় প্রত্যয়ে বলতে চাই, এদেশে আর কোন অপশক্তিকে অশান্তি সৃষ্টি ষড়যন্ত্র করার অপচেষ্টায় মাথা তুলে দাড়াঁতে দিবো না।
বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংঘঠন তাদের প্রতিরোধ করতে ঐক্যবদ্ধ রয়েছে।
এছাড়াও গুইমারা উপজেলার সব কয়েটি ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় গুইমারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২নং হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশ্য চৌধুরী, সদস্য মোঃ আনোয়ার হোসেন, ২নং হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মফিজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ সুবেদার আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ওহাব, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন,গুইমারা উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, গুইমারা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী চৌধুরী রুবেল ,উপজেলা ছাত্র লীগের সভাপতি আনন্দ সোম, ২নং হাফছড়ি ইউনিয়ন যুবলীগের, সহ- সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রুইউও চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ সালাউদ্দিন,সদস্য মোঃ হাসানুজ্জামান,শাহাদাত হোসেন রিজন, অনিক পাটোয়ারি,ওমর ফারুক আকাশ,করিমুল হক, সহ উপজেলার ৩টি ইউনিয়নের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপির ইউনিয়ন পদযাত্রা অনুষ্ঠিত
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১০দফা বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানো বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন নেতাকর্মীদের মুক্তির দাবিতে ইউনিয়ন পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইউনিয়ন পদযাত্রায় সভাপতিত্ব করেন, ২নং হাফছড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তোফায়েল হোসেন তুহিন।
১১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ ঘটিকায় ২নং হাফছড়ি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় থেকে পদযাত্রা টি বের হয়ে জালিয়াপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২নং হাফছড়ি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় এসে শেষ হয়। ২নং হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন সুমনের সঞ্চালনায় , ২নং হাফছড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তোফায়েল হোসেন তুহিন এর সভাপতিত্বে উক্ত পদযাত্রায় নেতাকর্মীরা ১০দফা দাবি বাস্তবায়ন, বিদ্যুতের দাম কমানোসহ বিভিন্ন স্থান থেকে বিএনপির আটককৃত বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের বিনা শর্তের মুক্তির দাবি করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইউছুফ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম, এস এম মিলিন সহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী।
এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ইউনিয়ন পদযাত্রায় অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের দাম লাগামহীনভাবে বেড়েছে। সাধারণ জনগণ দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান , ১০দফা দাবির পরিপ্রেক্ষিতে সামনের দিকে এক দফা দাবি বাস্তবায়নের ঘোষণা দিয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইউছুফ।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রশিদ এর নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী সাংবাদিক সহ সকল প্রশাসনের সহযোগিতায় কোনো প্রকার সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে নাই।