খুলনায় ট্রাক চাপায় মহিলা পুলিশ নিহত
জেলা প্রতিনিধি
খুলনায় ফারজানা নামে এক নারী পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হলেও অক্ষত রয়েছে ছেলে ও ভাই।নিহত ঐ পুলিশ সদস্য ডুমুরিয়া থানায় কর্মরত ছিলেন। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮ টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকার এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, খুলনা-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে মোটরসাইকেল যোগে খুলনা থেকে ডুমুরিয়া আসার পথে গুটুটিয়া এলাকায় আসলে মোটরসাইকেল রাস্তার মাঝে গর্তে পড়লে ফারজানা থেকে রাস্তার উপর ছিটকে পড়েন। ঐ সময় পিছন দিক থেকে আসা ডাম্পার ট্রাক (খুলনা মেট্রো- ড-১১-০৪৪৫) এর চাকায় পৃষ্ঠ হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত ফারজানা তার ভাইয়ের সাথে মোটরসাইকেল যোগে খুলনা থেকে ডুমুরিয়ায় আসার পথে ঘটনাটি ঘটে। মোটরসাইকেলে থাকা তার ভাই এবং ছেলে অক্ষত রয়েছেন। তবে ট্রাকটিকে পুলিশ আটক করলেও ট্রাকের ড্রাইভার এবং হেলপার পলাতক রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।