গাংনীতে খাল বাঁচাতে মেয়রের বিরুদ্ধে মানববন্ধন এলাকাবাসী

গাংনী প্রতিনিধি:

গাংনীর পৌরসভার পূর্ব মালসাদহ গ্রামের ঐতিহ্যবাহী দহ খাল বাঁচাতে মানববন্ধন করেছে মালসাদহ গ্রামবাসী। শুক্রবার (৩১ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে গ্রামের শামীম রেজার নেতৃত্বে মালসাদহ মোড়ে ওই গ্রাম ও পাশর্^বর্তী গ্রামের লোকজন এ মানব বন্ধনে অংশ নেন।

মানব বন্ধনে বক্তব্য রাখেন গ্রামের সমাজপতি আব্দুল গণি, সামি উল্লাহ, বকুল মোল্লাহসহ অনেকেই। বক্তারা বলেন, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা চালু হবার পর থেকে বিভিন্ন বাসা বাড়ি মার্কেটের বর্জ্য দহ খালে পতিত হয়। পানি না থাকায় বর্জ্য ঠিকমত নিষ্কাশন হয় না। ফলে বিকট দুর্গন্ধ ছড়ায়। স্থানীয় লোকজন বাসা-বাড়িতে ও ব্যবসায়িরা দূর্গন্ধে ঠিকমত ব্যবসা করতে পারছেন না। বিভিন্ন দখলদারের দখলে চলে গেছে খালের অধিকাংশ জায়গা। অনেকেই নিজের নামে বন্দোবস্ত নিয়ে নির্মাণ করেছেন ভবন। বক্তারা খালটি খননের জোর দাবী জানান। অন্যথায় বর্জ্য নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেওয়ারও হুমকী প্রদান করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *