গাংনীতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
আকাশ ইসলাম, গাংনী প্রতিনিধি:
সোমবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণের মধ্যে দিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে ও বন বিভাগের সার্বিক সহযোগিতায়, প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ফারুক হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুন্তাজ আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রর্বতী, আনসার ভিডিপি কর্মকর্তা আবু সাঈদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।