গাজীপুরের শ্রীপুরে কসাই চাচা বলি ভাতিজা
মোঃ শাহিন মিয়া। স্টাফ রির্পোটার জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন।
গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার।
শ্রীপুর পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের
চন্নাপাড়া গ্রাম থেকে অপহরণের ৫ দিন পর কর্ণপুর জঙ্গল থেকে শতদল কিন্টার গার্ডেন এর অষ্টম শ্রেণীর ছাত্র রামিমুল হাসান বিজয় বেপারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেন।
অপহরণের পর দশ লক্ষ টাকা দাবি করে তারই আপন চাচা জুয়েল বেপারী,অপহরণের পর জুয়েল নিজেই জিডি করে শ্রীপুর থানায়। অবশেষে পাচ দিন পরে গলাকাটা শিয়ালে খাওয়া ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেলো বাড়ি থেকে আট কিলোমিটার দূরে গহীন জঙ্গলে স্থানীয়রা দূর গন্ধ পেয়ে দেখতে পাই লাশটি,পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত রামিমুল হাসান বিজয় (১৪) স্থানীয় শতদল কিন্ডার গার্ডেনে অষ্টম শ্রেণির ছাত্র। বিজয় শ্রীপুর পৌর এলাকার সাত নংওয়ার্ডের চন্নাপাড়া গ্রামের রোমান বেপারীর ছেলে, এই ঘটনায় চাচা জুয়েল সহ আরো তিন জনকে আটক করেছে
শ্রীপুর থানা পুলিশ।