গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলায় নিখোঁজ সংবাদ
মোঃ হানিফ মাদবর( স্টাফ রিপোর্টার)
গাজীপুরের কালিয়াকৈরের গ্রাম সাহেবাবাদ পূর্ব পাড়া।ছেলেটি আনুমানিক ৮ থেকে ১০ দিন আগে বাড়ি থেকে বেরিয়ে যাই এবং এর পর থেকে এই বাচ্চাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না।
ছেলেটি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তাঁর পড়েনে ছিল টিশার্ট।টিশার্টরে রং কালোর মাঝে বিস্কুট কালারের ৪ টি রেখ আছে এবং তার গায়ে রং ফর্সা। বাচ্চাটি আনুমানিক বয়স ১০ থেকে ১২ বছর হবে।
যদি কেউ এই ছেলেটির দেখা কোথাও পান বা দেখেন তাহলে তাকে আটকিয়ে রেখে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। ছেলেটির সন্ধান যদি কোন ব্যক্তি দিতে পারেন, তাহলে তাকে নগদে ২০,০০০৳ পুরুষ্কার দেওয়া হবে।
ছেলের নাম মোঃ নাদিম হোসেন, পিতাঃ মোঃ মনির হোসেন সাংঃ সাহেবাবাদ।
যোগাযোগের ঠিকানাঃ পিতা মোঃ মনির হোসেন, মোবাইল নম্বরঃ ০১৭৪২৩১৭২৭৭/০১৭১২৯০০৮৫৭/০১৭১৫৬১৬৫৪৩