গাজীপুর লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ সালে শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশের আয়োজন করে বিদ্যালয় ম্যানেজিং কমিটি
মোঃ হানিফ মাদবর (স্টাফ রিপোর্টার)
গাজীপুরের শ্রীপুর পৌরসভার লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২২ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১২ টার সময় লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২২ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মমতাজ মহল পারভীনের সভাপতিত্বে ও শিক্ষক আহসান উল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শাহাজাহান, শিক্ষিকা মুর্শীদা পারভীন, নেপাল চন্দ্র,উপজেলা আওয়ামীলীগের সদস্য মফিজুল হক,ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাহিদ সরকার, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন , সাংবাদিক মাহবুবর রহমান, সাংবাদিক রাতুল মন্ডল, মোহাম্মদ রিপন প্রমুখ।